বুবলিকে নিতে অনুরোধ করেছেন শাকিব খান

বাঙালী কণ্ঠ নিউজঃ নববর্ষকে বরণ করার উদ্দেশ্যে জাঁকজমকভাবে ঘর সাজিয়ে ভক্তদের চমকে দিলেন শাহরুখপত্নী গৌরী খান। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের ঝামেলা এখনো শেষ হয়নি। তার মাঝেই নতুন খবর এল সামনে। সেটা হল এবার জুটি হিসেবে শাকিবের সাথে বুবলিকে নিতে অনুরোধ করেছেন শাকিব খান। এর আগে অপু বিশ্বাসের জন্য এমন সুপারিশ করেছিল শাকিব খান।

চলচ্চিত্র শিল্পীরা সাধারণত অভিনয়ের বাইরে একাধিক বাণিজ্যিক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি বা পারফর্মেন্স অনুষ্ঠানে নেচে গেয়ে রোজগার করেন। সেদিক দিয়ে আগামী বেশ ক’টি অনুষ্ঠানে দেখা যাবে শাকিব-বুবলী জুটিকে। সম্প্রতি

কলকাতার একটি স্টেজ শো’র পোস্টারে শোভা পাচ্ছে শাকিব বুবলীর ছবি। একইসাথে কলকাতার আরোকিছু স্টেজ প্রোগ্রামে পারফর্ম করবেন তারা দু’জন। এর ফাঁকে কলকাতার প্রতিষ্ঠিত প্রডাকশন হাউজগুলোতেও বুবলীকে নিয়ে যান শাকিব খান। একাধিক মিটিংয়েও অংশ নেন। তাই খুব জলদি নতুন কিছু খবর পাওয়া যাবে এটিই স্বাভাবিক।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রফেশনাল কাজের ক্ষেত্রে কারো রেফারেন্স তো অন্যায় কিছু নয়। আর দর্শক চাহিদা আছে বলেই তো কাজ করছি।

এই ক্যাটাগরীর আরো খবর