আলজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ মারা গেছেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আলজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ মারা গেছেন। সোমবার সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সেনাপ্রধানের মৃত্যুর ঘটনায় আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট আবদুল মজিদ তেবউন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ ছাড়া সামরিক বাহিনী আলাদাভাবে সাত দিনের শোক পালন করবে।

জেনারেল গায়েদ সালাহর মৃত্যুর পর জেনারেল সাইদ চেঙ্গরিহাকে ভারপ্রাপ্ত সেনা প্রধান নিযুক্ত করা হয়েছে।

মৃত্যুকালে জেনারেল গায়েদ সালাহর বয়স হয়েছিল ৭৮ বা ৮০ বছর।

আলজেরিয়ার রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রণে জেনারেল গায়েদ সালাহর ব্যাপক ভূমিকা ছিল। বিশেষত গত এপ্রিলে সাকে প্রেসিডেন্ট আবদেল আজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করেছিলেন তিনি।

২০ বছর ধরে ক্ষমতায় থাকা ৮২ বছর বয়স্ক বোতেফ্লিকাকে অপসারণের মূল অনুঘটক হিসেবে কাজ করেছিলেন জেনারেল গায়েদ সালাহ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর