ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা মা-বাবা চাননি অপু বিশ্বাস পৃথিবীতে আসুক প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো ট্রাম্পের জন্য রেখে যাওয়া চিঠিতে যা লিখেছেন বাইডেন কেন্দ্রীয় কার্যালয়ে আসলেই কী ঘটেছিল, ব্যাখ্যা দিলেন সমন্বয়ক রিফাত মালয়েশিয়া যেতে না পেরে বিক্ষোভ, মন্ত্রণালয়ের সামনে অবস্থান ১০ তলা থেকে পড়ে প্রাণ গেল সম্রাটের শাহীন চাকলাদারের ৪ বছর কারাদণ্ড জানালেন বেবিচক চেয়ারম্যান বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে তামিমের শতকছোঁয়া ইনিংসে জয় পেয়ে চার নম্বরে ঢাকা

কিশোরী “মা”

 ড.গোলসান আরা বেগমঃ

কিশোরী মেয়েটি ছুঁয়েছিলো একটি হাত

বিশ্বাস করে পায়ে পায়ে রেখেছিলো পা

উথাল পাতাল ঢেউয়ের তালে উড়াউড়ি

স্বপ্ন বুনা তালপাতার বাঁশীতে প্রেমের সুরে সুরে।

চোখের নেশা,এসএমএস,ফোনালাপ

যৌবনের উচ্ছ্বাস, মোহনীয় আকর্ষণ

নির্ঘূমে থাকা,লাল নীল গল্পে ডুবে মরা

আহা! কিশোরী প্রেমিক মন করে আনচান।

মেয়েটি অসহায় ঠোঁট ছুঁয়ে বলেছিলো

না না বেশী কাছে এসো না

-যদি কিছু অঘটন ঘটে যায়

না কিচ্ছু হবে না।

এর পরের কথা বলতে দেয়নি

পশু সঙ্গমে ক্ষত বিক্ষত করে জঠরের শরীর।

মাথায় রেখে হাত চেঁচালো, কেউ শুনেনি ভ্রুুন

তোমায় রক্ষা করতে পারেনি

গর্ভ থেকে টেনে অসমাপ্ত ফুল

পলিথিনে বেঁধে ডাস্টবিনে জায়গা হলো।

সেই থেকে কারো নিঃশ্বাসে নেই বিশ্বাস

কুকুর শিয়ালের ঘেউ ঘেউ শব্দে থু ফেলে

রক্তাক্ত শাড়ি ব্লাউজ বুকে জড়িয়ে

হাতের তালুতে কিশোরী মায়ের কবিতা লিখে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা

কিশোরী “মা”

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

 ড.গোলসান আরা বেগমঃ

কিশোরী মেয়েটি ছুঁয়েছিলো একটি হাত

বিশ্বাস করে পায়ে পায়ে রেখেছিলো পা

উথাল পাতাল ঢেউয়ের তালে উড়াউড়ি

স্বপ্ন বুনা তালপাতার বাঁশীতে প্রেমের সুরে সুরে।

চোখের নেশা,এসএমএস,ফোনালাপ

যৌবনের উচ্ছ্বাস, মোহনীয় আকর্ষণ

নির্ঘূমে থাকা,লাল নীল গল্পে ডুবে মরা

আহা! কিশোরী প্রেমিক মন করে আনচান।

মেয়েটি অসহায় ঠোঁট ছুঁয়ে বলেছিলো

না না বেশী কাছে এসো না

-যদি কিছু অঘটন ঘটে যায়

না কিচ্ছু হবে না।

এর পরের কথা বলতে দেয়নি

পশু সঙ্গমে ক্ষত বিক্ষত করে জঠরের শরীর।

মাথায় রেখে হাত চেঁচালো, কেউ শুনেনি ভ্রুুন

তোমায় রক্ষা করতে পারেনি

গর্ভ থেকে টেনে অসমাপ্ত ফুল

পলিথিনে বেঁধে ডাস্টবিনে জায়গা হলো।

সেই থেকে কারো নিঃশ্বাসে নেই বিশ্বাস

কুকুর শিয়ালের ঘেউ ঘেউ শব্দে থু ফেলে

রক্তাক্ত শাড়ি ব্লাউজ বুকে জড়িয়ে

হাতের তালুতে কিশোরী মায়ের কবিতা লিখে।