বাঙালী কন্ঠ ডেস্কঃ সম্প্রতি সীমান্ত বিরোধে চীনা অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে ভারত। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধে বিপাকে পড়েছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
এর মধ্যে ভারতে বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং সাইট টিকটক। যুক্তরাষ্ট্রও সে পথে হাঁটছে বলে জানা গেছে।
এ সুযোগে টিকটকের বাজার নিয়ন্ত্রণে নিতে চায় ফেসবুক। চীনা প্ল্যাটফর্মটির আদলে ভিডিও শেয়ারিং সাইট আনছে মার্কিন কোম্পানিটি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানায়, শিগগিরই টিকটকের প্রতিদ্বন্দ্বী হাজির করতে যাচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটির এই সাইটের নাম হবে ‘ইনস্টাগ্রাম রিলস’।
আগামী সপ্তাহের দিকে যুক্তরাষ্ট্রসহ ১২টিরও বেশি দেশে ইনস্টাগ্রাম রিলস চালু করতে যাচ্ছে ফেসবুক।
টিকটকের মতো মিউজিক বা গান যুক্ত করে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে রিলসে যুক্ত করতে পারবেন এর ব্যবহারকারীরা।
তবে এর আগেও টিকটকের আদলে অ্যাপস এনে সফল হয়নি ফেসবুক। ল্যাসো নামের একটি অ্যাপটি বন্ধ করে দেয়া হতে পারেও জানিয়েছে ফেসবুক।
২০১৮ সালে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ল্যাসো অ্যাপটি উন্মুক্ত করে ফেসবুক। ২০১৯ সালে মেক্সিকোতে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়।