বাঙালী কণ্ঠ ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের এই সময়ে হাত ও মোবাইল ফোন জীবাণুমুক্ত রাখা জরুরি। বারবার হাত ধোওয়া হলেও প্রতিবার মুঠোফোন ছোঁয়ার পর হাত পরিষ্কার করা সম্ভব হয় না।
করোনাভাইরাস হাঁচি-কাশি ও হাতের মাধ্যমে ছড়ায়। তাই মোবাইল ফোন পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।
ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, যেসব জড়বস্তুর গায়ে ড্রপলেট লেগে থাকতে পারে ও তা হাতের মাধ্যমে করোনা সংক্রমণ হতে পারে, তাদের বলে ফুমাইট। পোরাস ও নন পোরাস এই দুই রকমের ফুমাইট হয়।
পোরাস হচ্ছে ছিদ্রযুক্ত জড়বস্তু যেমন তোয়ালে বা গামছা। নন পোরাস হল চেয়ার-টেবিলের মতো নিরেট জড়বস্তু। মোবাইল সেই নন পোরাস ফুমাইটের অন্যতম। তাই এগুলোকে বিশেষ কয়েকটা উপায়ে পরিষ্কার রাখুন।
মোবাইল কীভাবে জীবাণুমুক্ত করবেন
মোবাইল ফোন প্রতিদিন পরিষ্কার করতে হবে। মোবাইল ফোন জীবাণুমুক্ত করতে অ্যালকোহল মেশানো হ্যান্ডওয়াশ বা বাজারচলতি ব্যাকটেরিয়ারোধী লোশন মেশানো পানিতে নরম কোনও কাপড় ভিজিয়ে মোবাইলের চারপাশে মুছে নিন।
তবে খেয়াল রাখতে হবে যেন মোবাইলে পানি না ঢুকে। আর মোবাইলের কোণাগুলো পরিষ্কার করতে সরু কটন বাডস ব্যবহার করুন। মোবাইলের কেস বা কভারকে আলাদা করে সাবান পানিতে ধুয়ে নিন।