ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক মেসেঞ্জারে জটিলতা, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বেশ কয়েক ঘণ্টা ধরেই অসুবিধা পোহাতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারীদের। মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় মাধ্যমেই মেসেঞ্জার ব্যবহারকারীরা ঠিকমতো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই মেসেঞ্জার ব্যবহারকারীরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।

অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের।

jagonews24

ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পোল্যান্ড এবং বেলজিয়ামের ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এখন পর্যন্ত এ সমস্যার কারণ কিংবা প্রতিকার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেসবুক মেসেঞ্জারে জটিলতা, ভোগান্তিতে ব্যবহারকারীরা

আপডেট টাইম : ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বেশ কয়েক ঘণ্টা ধরেই অসুবিধা পোহাতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারীদের। মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় মাধ্যমেই মেসেঞ্জার ব্যবহারকারীরা ঠিকমতো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই মেসেঞ্জার ব্যবহারকারীরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।

অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের।

jagonews24

ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পোল্যান্ড এবং বেলজিয়ামের ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এখন পর্যন্ত এ সমস্যার কারণ কিংবা প্রতিকার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।