বাঙালী কণ্ঠ ডেস্কঃ নিজেদের অ্যাপ গ্যারালিকে ঢেলে সাজিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন ডিজাইন, ইউজার ইন্টারফেইসে পরিবর্তনসহ অনেক কিছুই সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, হুয়াওয়ের নতুন গ্যালারিতে অ্যাপ ও গেমের জন্য তৈরি করা হয়েছে আলাদা ট্যাব। এর সঙ্গে আরও যুক্ত করা হয়েছে ফিচারড, ক্যাম্পেইন ও গিফটস ট্যাব।
অ্যাপের নানান বিজ্ঞাপন ও অফার থাকবে ক্যাম্পেইন ট্যাবে। এর মাধ্যমে ড্র, ডিসকাউন্ট ও চ্যালেঞ্জে জিতে উপহার পাওয়ার সুযোগ থাকবে। নতুন অ্যাপ ব্যবহারে উদ্বুদ্ধ করতে আরও থাকবে গিফটস ট্যাব। এখানে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম অ্যাপের ফ্রি ট্রায়াল ও গেম ক্রেডিটস।
ফিচারড ট্যাবে থাকবে অ্যাপের ছবি, নির্দেশিকা ও অ্যাপ বিষয়ক লেখা। একটি অ্যাপে কী কী পাওয়া যাবে সে সম্পর্কিত ধারণা এই ফিচারড ট্যাব থেকে পাওয়া যাবে।
প্রতি মাসে অ্যাপ গ্যালারি ব্যবহার করেন ৫০ কোটি মানুষ। শিগগিরই রিডিজাইন করা অ্যাপ গ্যালারি ইউরোপের হুয়াওয়ে ও অনার ডিভাইস ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।