বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিতে দেশটির পাবলিক প্লেস, শপিং মল এমনকি রেল স্টেশনেও মিলছে বিনামূল্যের ফ্রি ওয়াইফাইয়ের ইন্টারনেট সেবা। এদিকে ইন্টারনেট ফ্রি পেয়ে তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই সেবার বাজে ব্যবহার করছে বলে দাবি করেছে অ্যান্টি-ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘নরটন’।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ফ্রি ওয়াইফাই পেলে প্রতি তিনজনের মধ্যে একজন ভারতীয় ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ বা পর্ণ দেখেন। হোটেল, এয়ারপোর্ট এমনকি পাঠাগারেও বিনামূল্যে ওয়াইফাই পেলে স্মার্টফোনে পর্ন দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতীয়রা।
প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজন ব্যক্তি ফ্রি-তে ওয়াইফাই পেলেই পর্ন দেখেন। আমেরিকা, ব্রিটেন, জাপান, মেক্সিকো, ব্রাজিল, নেদারল্যান্ডের মতো দেশের ছবিটাও একই।