বাঙালী কণ্ঠ নিউজঃ কিয়া বাজারে নিয়ে এসেছে মধ্যমম বাজেটের অ্যান্ড্রয়েড ফোন। এই ফোন সকলের নজর কাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নোকিয়ার এই ফোনের নাম এজ। এক্সপার্টদের মতে, অনেক দিক থেকেই নোকিয়া এজ এক দারুণ আকর্ষণীয় ফোন। এজের কোণায় কোণায় লুকিয়ে আছে রহস্য আর উত্তেজনা। ফোনের কোনো একটা কোণায় গেলেই সেখানে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে।
স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে এই ফোনটি। এতে থাকবে ৮ জিবি র্যাম। ইতিমধ্যে আইপি৬৮ সার্টফিকেট পেয়ে গেছে এটি। এতে থাকবে সুপার অ্যামোলেড স্ক্রিন। চলবে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। অভ্যন্তরে ১২৮ এবং ২৫৬ জিবি র্যামের দুটি সংস্করণ। এর ক্যামেরায় রয়েছে বাড়তি আকর্ষণ। এই ফোন নিয়ে টেক ওয়ার্ল্ডে গুজব ছড়িয়েছে যে, পেছনে দেওয়া হবে ২৪ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। আর সামনেও থাকবে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে ফটোগ্রাফির মৌলিক অপশনগুলো অবশ্যই দেওয়া থাকবে।
ব্যাটারির শক্তিতেও চমক থাকছে। নকিয়া এজ–এ থাকবে ৭০০০এমএএইচ ব্যাটারি। একটানা ব্যবহারে ৪৮ ঘণ্টা চলবে অনায়াসে। অ্যান্ড্রয়েড ওরিও ৮.০ অপারেটিং দেওয়া হবে। ব্ল্যাক, সিলভার আর ডার্ক ব্লু রংএ পাওয়া যাবে এ ফোন। এইচএমডি গ্লোবাল জানিয়েছে, এর দাম ৫০০ ডলারের আশপাশে হবে। অর্থাৎ, স্পেসিফিকেশনের তুলনায় দাম খুব বেশি নয়।