ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আসছে রোবট সোফিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে আলোড়ন সৃষ্টি করা মানব শ্রেণির রোবট সোফিয়া বাংলাদেশ সফরে আসছে। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থাকবেন সোফিয়া এবং সঙ্গে থাকবেন তার `জন্মদাতা` ডক্টর ডেভিড হ্যানসন।

১১ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোবট সোফিয়াকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন এবং মার্কেটিং অ্যাজেন্সি গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ সোফিয়ার ঢাকা সফরের ব্যবস্থা করছে এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

সোফিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় এই আইসিটি ইভেন্টের দুটি সেশনে অংশ নেবে, যার মধ্যে রয়েছে প্রশ্ন ও উত্তর সেশন। সোফিয়ার সঙ্গে ঢাকায় আসবে এই রোবটটির নির্মাণকারী ডেভিড হানসন। হানসন, আইসিটি ইভেন্টের রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ফোকাস একটি কী নোট উপস্থাপন করবেন।

রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়। সম্প্রতি এই রোবটকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয় যা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এমনকি ঐ আলোচিত রোবটটি নিয়ে আরেকটি মজার ঘটনা হলো একটি সাক্ষাৎকারে সোফিয়া জানায়, সে নিজের একটি পরিবার গড়তে চায়। শুধু তাই নয়, সোফিয়া আরও জানায়, প্রতিটি রোবটই সন্তানের পিতা-মাতা হতে চায়। তাই রোবটেরও সন্তান ধারণ করা প্রয়োজন।

হংকং ভিত্তিক কোম্পানি হ্যানসন রোবোটিক্স রোবটটি প্রশ্ন উত্তর দিতে পারে এমনভাবে ডেভেলাপ করেছে। এবং বিশ্বব্যাপী মিডিয়াগুলো এই রোবটের সাক্ষাৎকারও নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঢাকা আসছে রোবট সোফিয়া

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে আলোড়ন সৃষ্টি করা মানব শ্রেণির রোবট সোফিয়া বাংলাদেশ সফরে আসছে। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থাকবেন সোফিয়া এবং সঙ্গে থাকবেন তার `জন্মদাতা` ডক্টর ডেভিড হ্যানসন।

১১ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোবট সোফিয়াকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন এবং মার্কেটিং অ্যাজেন্সি গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ সোফিয়ার ঢাকা সফরের ব্যবস্থা করছে এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

সোফিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় এই আইসিটি ইভেন্টের দুটি সেশনে অংশ নেবে, যার মধ্যে রয়েছে প্রশ্ন ও উত্তর সেশন। সোফিয়ার সঙ্গে ঢাকায় আসবে এই রোবটটির নির্মাণকারী ডেভিড হানসন। হানসন, আইসিটি ইভেন্টের রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ফোকাস একটি কী নোট উপস্থাপন করবেন।

রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়। সম্প্রতি এই রোবটকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয় যা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এমনকি ঐ আলোচিত রোবটটি নিয়ে আরেকটি মজার ঘটনা হলো একটি সাক্ষাৎকারে সোফিয়া জানায়, সে নিজের একটি পরিবার গড়তে চায়। শুধু তাই নয়, সোফিয়া আরও জানায়, প্রতিটি রোবটই সন্তানের পিতা-মাতা হতে চায়। তাই রোবটেরও সন্তান ধারণ করা প্রয়োজন।

হংকং ভিত্তিক কোম্পানি হ্যানসন রোবোটিক্স রোবটটি প্রশ্ন উত্তর দিতে পারে এমনভাবে ডেভেলাপ করেছে। এবং বিশ্বব্যাপী মিডিয়াগুলো এই রোবটের সাক্ষাৎকারও নিয়েছে।