বাঙালী কণ্ঠ নিউজঃ একটি রোবট মানুষের সঙ্গে মিশতে পারে, মানুষের কাজ শিখতে পারে, এমনকি মানুষের বুদ্ধিমত্তা বিচার করে তার বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। পাঠক এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রোবটের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন রোবট ‘সোফিয়া’র কথাই বলছি। তাই বলা যেতে পারে, মানুষের মতোই সোফিয়া, তবে অল্পবিস্তর পার্থক্য আছে। জানা গেছে, ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্যভা-ারে যুক্ত থাকে এ রোবট। সেখান থেকে ‘মেশিন লার্নিং’ পদ্ধতিতে প্রশ্নের জবাব দেয় সোফিয়া। পারে মানুষের মুখ শনাক্ত করতে। এমনকি মানুষের অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তিও নকল করতে পারে।
এ তো গেল রোবট সোফিয়ার কর্মদক্ষতা বা বুদ্ধিমত্তার খবর। এর থেকে বড় খবর হলো, প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় মিলনমেলা ডিজিটাল ওয়ার্ল্ডে আসছে এ রোবট নাগরিক। নাগরিক বলার কারণ, সৌদি আরব তার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে নাগরিকত্ব দিয়েছে। বিস্ময়ের ব্যাপার হলো, প্রথম কোনো রোবট নাগরিকত্ব পেয়েছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে এ রোবট। এ উপলক্ষে সোফিয়া এরই মধ্যে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছে বাংলাদেশের জন্য। সেখানে জানিয়েছেন, আমি অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি এবং ড. ডেভিড হ্যানসন আসছি ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ তে।
এছাড়া সোফিয়া একটি এক্সক্লুসিভ সেশনে অংশ নেবে। যেখানে বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা, উদ্যোক্তা, অ্যাপ-গেম ডেভেলপার, নীতিনির্ধারণী ফোরামের ব্যক্তিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে এসে পৌঁছবে হংকংয়ের ‘হ্যানসন রোবোটিক্স’ এর তৈরি এ রোবট। জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি বিশেষ সেশন থাকবে। সেখানে সোফিয়ার নির্মাতা ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। তিনি সোফিয়ার কারিগরি দিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবেন। এ সময়ই মূলত কথা বলবেন রোবট সোফিয়া।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি রোবটটি মানুষের ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে বলে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ-ও জানা গছে, সোফিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এমনভাবে বানানো হয়েছে, যাতে মানুষের আচার-আচরণের সঙ্গে খাপখাইয়ে নিতে পারে। সোফিয়ার মুখের ভাষা ইংরেজি। গেল ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে ভবিষ্যৎ বিনিয়োগ সম্মেলনে সোফিয়াকে দেখানো হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা সোফিয়ার কথাবার্তায় এতটাই মুগ্ধ হন যে, সেখানেই সোফিয়াকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করার কথা বলা হয়। ফলে সোফিয়াই প্রথম রোবট, যে কোনো দেশের নাগরিকত্ব লাভ করেছে। তবে এ রোবটটি লোকসম্মুখে আনা হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল।
সোফিয়ার আগমন উপলক্ষে সচিবালয়ে তথ্য অধিদফতর ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের সর্বশেষ অবস্থা জানানোর লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সোফিয়ার খবর দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এ পৃথিবীর প্রথম সোশ্যাল রোবট ‘সোফিয়া’কে আমন্ত্রণ জানিয়েছি। এ রোবট নির্মাতা ড. ডেভিড হ্যানসন আসছেন। তারা ৫ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছবেন। সোফিয়াকে এবারের আয়োজনের ‘চমক’ হিসেবে অবিহিত করেন প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা দেখব এ রোবট কীভাবে মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে। সারা পৃথিবীর খবর রাখে, ফান করে, কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয়।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিন ৬ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে থাকবে ‘সোফিয়া’। আগেই জানানো হয়েছে, ৬ ডিসেম্বর শুরু হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ আয়োজনে ফিলিপিন্স, মালদ্বীপ, সৌদি আরব, কম্বোডিয়া ও নাইজেরিয়ার মন্ত্রীরা অংশ নেবেন। এবারের আয়োজনে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্ন্যান্স এক্সপো, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্ট-আপ বাংলাদেশ জোন ছাড়াও আইসিটি-সংশ্লিষ্ট ২৯টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, গেমিং কনফারেন্স, আইসিটি এডুকেশন কনফারেন্স হবে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে ৫ লাখেরও বেশি দর্শক সমাগমের আশা করছেন আয়োজকরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এ আয়োজনের সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।