ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নকিয়া এক্স৬ স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর

বাঙালী কণ্ঠ নিউজঃ এ বছরের বহুল আলোচিত স্মার্টফোন ‘নকিয়া এক্স৬’। নকিয়া প্রথমবারের মতো এতে নচওয়ালা বেজেললেস ডিজাইন ব্যবহার করেছে। এছাড়া এতে প্রথমবাবের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

নকিয়াপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, এ মাসের মধ্যেই চীনের বাইরে পাওয়া যাবে এক্স৬, যার প্রথম পদক্ষেপটি হচ্ছে- ১৯ জুলাই থেকে হংকংয়ের বাজারে মিলবে ফোনটি।

চলতি বছরের মে মাসে, নিজেদের স্থানীয় বাজারে (চীনে) এক্স৬ স্মার্টফোন নিয়ে আসে নকিয়া। স্থানীয় বাজারে স্মার্টফোনটির যাত্রার শুরুর দিকটা কঠিন কাটলেও, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে ফোনটি। তাই নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নকিয়া এক্স৬ স্মার্টফোনটি বিশ্ব বাজারে ছাড়ার ‍সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব বাজারে নকিয়া এক্স৬ নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি এইচএমডি গ্লোবাল, তবে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র মাধ্যমে স্মার্টফোনটি অন্যান্য দেশে বাজারে উন্মোচনে ইঙ্গিত পাওয়া গেছে। হংকংয়ের শীর্ষ সংবাদমাধ্যমে নকিয়ার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। তাই বিশ্বাস করার মতো কারণ খুঁজে পাচ্ছেন নকিয়াপ্রেমীরা।

‘নকিয়া এক্স৬’ ভিন্ন নামে অর্থাৎ ‘নকিয়া ৬.১ প্লাস’ নামে বিশ্ববাজারে আসবে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। নাম ভিন্ন হলেও ফিচার একই হবে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে, ডিভাইসটিতে চীনের বাজারের কাস্টম অ্যান্ড্রয়েডের পরিবর্তে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহৃত হবে।

তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নকিয়া এক্স৬ স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ এ বছরের বহুল আলোচিত স্মার্টফোন ‘নকিয়া এক্স৬’। নকিয়া প্রথমবারের মতো এতে নচওয়ালা বেজেললেস ডিজাইন ব্যবহার করেছে। এছাড়া এতে প্রথমবাবের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

নকিয়াপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, এ মাসের মধ্যেই চীনের বাইরে পাওয়া যাবে এক্স৬, যার প্রথম পদক্ষেপটি হচ্ছে- ১৯ জুলাই থেকে হংকংয়ের বাজারে মিলবে ফোনটি।

চলতি বছরের মে মাসে, নিজেদের স্থানীয় বাজারে (চীনে) এক্স৬ স্মার্টফোন নিয়ে আসে নকিয়া। স্থানীয় বাজারে স্মার্টফোনটির যাত্রার শুরুর দিকটা কঠিন কাটলেও, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে ফোনটি। তাই নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নকিয়া এক্স৬ স্মার্টফোনটি বিশ্ব বাজারে ছাড়ার ‍সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব বাজারে নকিয়া এক্স৬ নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি এইচএমডি গ্লোবাল, তবে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র মাধ্যমে স্মার্টফোনটি অন্যান্য দেশে বাজারে উন্মোচনে ইঙ্গিত পাওয়া গেছে। হংকংয়ের শীর্ষ সংবাদমাধ্যমে নকিয়ার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। তাই বিশ্বাস করার মতো কারণ খুঁজে পাচ্ছেন নকিয়াপ্রেমীরা।

‘নকিয়া এক্স৬’ ভিন্ন নামে অর্থাৎ ‘নকিয়া ৬.১ প্লাস’ নামে বিশ্ববাজারে আসবে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। নাম ভিন্ন হলেও ফিচার একই হবে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে, ডিভাইসটিতে চীনের বাজারের কাস্টম অ্যান্ড্রয়েডের পরিবর্তে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহৃত হবে।

তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা