ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্যামসাং নোট নয়য়ের ডিজাইন ফাঁস

বাঙালী কণ্ঠ নিউজঃ স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপটি দেখতে হবে গ্যালাক্সি নোট ৮ এর মতো। অন্তত তেমনটাই দেখা গেছে, সম্প্রতি ফাঁস হওয়া এক ছবিতে। গ্যালাক্সি নোট ৯ ফোনটির ডিজাইনের সঙ্গে বর্তমান নোট ৮ এর পার্থক্য সামান্যই।

ফ‌োনটির সামনে দেয়া হয়েছে বিশাল ডিসপ্লে, তবে ওপরে ও নিচে বেজেল বাদ পড়েনি। সেলফি ক্যামেরার পাশাপাশি আইরিশ স্ক্যানারও আছে। ডান পাশে আছে শুধু পাওয়ার বাটন, আর বাম পাশে দেয়া হয়েছে ভলিউম বাটন। এর পাশেই রয়েছে বিক্সবি বাটন।সামনের অংশে ডিজাইনের কোনো তফাৎ না থাকলেও পেছনে অনেক নতুনত্ব থাকার কথা রয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের দেয়া হবে ক্যামেরার নিচে। ডুয়েল ক্যামেরা পেতে পারে ডুয়েল অ্যাপারচার সুবিধা। সনির সেন্সর না হয়ে সেগুলো হতে পারে স্যামসাংয়ের নিজস্ব আইসোসেল সেন্সর।নতুন ডিজাইনের পুরোটা আগামী ৯ আগস্টের আগে দেখা যাবে না। সে সময়ই সবার জন্য নোট ৯ উন্মোচন করবে স্যামসাং।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্যামসাং নোট নয়য়ের ডিজাইন ফাঁস

আপডেট টাইম : ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপটি দেখতে হবে গ্যালাক্সি নোট ৮ এর মতো। অন্তত তেমনটাই দেখা গেছে, সম্প্রতি ফাঁস হওয়া এক ছবিতে। গ্যালাক্সি নোট ৯ ফোনটির ডিজাইনের সঙ্গে বর্তমান নোট ৮ এর পার্থক্য সামান্যই।

ফ‌োনটির সামনে দেয়া হয়েছে বিশাল ডিসপ্লে, তবে ওপরে ও নিচে বেজেল বাদ পড়েনি। সেলফি ক্যামেরার পাশাপাশি আইরিশ স্ক্যানারও আছে। ডান পাশে আছে শুধু পাওয়ার বাটন, আর বাম পাশে দেয়া হয়েছে ভলিউম বাটন। এর পাশেই রয়েছে বিক্সবি বাটন।সামনের অংশে ডিজাইনের কোনো তফাৎ না থাকলেও পেছনে অনেক নতুনত্ব থাকার কথা রয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের দেয়া হবে ক্যামেরার নিচে। ডুয়েল ক্যামেরা পেতে পারে ডুয়েল অ্যাপারচার সুবিধা। সনির সেন্সর না হয়ে সেগুলো হতে পারে স্যামসাংয়ের নিজস্ব আইসোসেল সেন্সর।নতুন ডিজাইনের পুরোটা আগামী ৯ আগস্টের আগে দেখা যাবে না। সে সময়ই সবার জন্য নোট ৯ উন্মোচন করবে স্যামসাং।