বাঙালী কণ্ঠ নিউজঃ টেকনোলজি ফর প্রসপারিটি সোগানে দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো শেষ হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ আয়োজনে রাজধানীর কুড়িলে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলে ১৯ থেকে ২১ মার্চ।
এবারের সফটএক্সপোতে ছিল ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভার্ন্যান্স (এলআইসটি)’ প্রকল্প আয়োজিত তিনটি বিশেষ সেমিনার। প্রদর্শনীর প্রথম দিন ১৯ মার্চ বিকালে হল-১ এ অনুষ্ঠিত হয় ‘চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতির জন্য বাংলাদেশ প্রেক্ষিতে কেমন শিক্ষা ও দক্ষতা প্রয়োজন’ বিষয়ে আলোকপাত করে ‘Education and Skills : Preparing for 4IR ’ শীর্ষক সেমিনার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকোনুজ্জামান। সেমিনারে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।