বাঙালী কণ্ঠ নিউজঃ কম দামে প্রাইভেট কার আনল বাজাজ। নাম বাজাজ কিউট। আগামীকাল ১৮ এপ্রিল ভারতে গাড়িটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। এটি একটি কোয়াড্রোসাইকেল। ২০১২ সালে ভারতের অটো এক্সপ্রোতে গাড়িটি প্রদর্শন করা হয়।
ভারতের প্রথম কোয়াড্রোসাইকেলটি দেশটির ট্রাফিক সমস্যার সমাধান করবে বলে মনে করছে অনেকে। ইতিমধ্যেই ভারতে তৈরি এই গাড়িটি অন্য দেশে রপ্তানি হয়েছে। কিন্তু ভারতে বিক্রির অনুমতি ছিল না। এতদিন পর দেশটির পরিবহন মন্ত্রণালয় বিক্রির অনুমতি দিল।
বাজাজ কিউট গাড়িতে রয়েছে ২১৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার, টুইন স্পার্ক ইঞ্জিন। পেট্রোল অথবা সিএনসি ভার্সনে এই কোয়াড্রোসাইকেল পাওয়া যাবে। পেট্রল ইঞ্জিনে সর্বোচ্চ ১৩ বিএইচপি শক্তি এবং ১৮.৯ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। পেট্রোল ভার্সনের গাড়িটির দাম ২.৬৪ হাজার রুপি। সিএনজি ভার্সনের দাম ২.৮৪ হাজার রুপি।