ঢাকা , রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হোন্ডার ৬৫০ সিসির নতুন সিবিআর বাইক

2019 Honda CBR650R

বাঙালী কণ্ঠ নিউজঃ ৬৫০ সিসির নতুন সিবিআর স্পোর্টস বাইক আনল হোন্ডা। মডেল সিবিআর৬৫০আর।  বাইকটিতে ৬৪৯ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ভারতের দিল্লিতে এক্স শো-রুম দাম ৭.৭ লাখ রুপি। কালো ও লাল রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল। বাইকটিতে লিকুইড কুলড ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯৪ বিএইচপি শক্তি এবং ৬৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

হোন্ডা সিবিআর৬৫০ আর মোটরসাইকেলে থাকছে স্পোর্টি লুক। শার্প, অ্যাগ্রেসিভ স্টাইলিং দেখা যাবে এটি। এতে এলইডি ডে টাইম রানিং লাইট সংযোজন করা হয়েছে। সঙ্গে আছে ডিজিটিাল ডিসপ্লে। বাইকটিতে স্পোর্টি রাইডিং পোজিশনের জন্য থাকছে ক্লিপ-অন হ্যান্ডেলবার।

স্পোর্টস ঘরানার এই বাইকে স্লিপার ক্লাচ ব্যবহৃত হয়েছে। দ্রুত ডাউনশিফটের জন্য এই ফিচার ব্যবহার হয়েছে। সঙ্গে আছে ট্র্যাকশন কন্ট্রোল।

নিরাপত্তার জন্য বাইকটিতে ২৪০ মিলিমিটার সিঙ্গেল ডিস্ক এবং ডুয়াল চ্যানেল এবিএস আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হোন্ডার ৬৫০ সিসির নতুন সিবিআর বাইক

আপডেট টাইম : ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ ৬৫০ সিসির নতুন সিবিআর স্পোর্টস বাইক আনল হোন্ডা। মডেল সিবিআর৬৫০আর।  বাইকটিতে ৬৪৯ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ভারতের দিল্লিতে এক্স শো-রুম দাম ৭.৭ লাখ রুপি। কালো ও লাল রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল। বাইকটিতে লিকুইড কুলড ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯৪ বিএইচপি শক্তি এবং ৬৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

হোন্ডা সিবিআর৬৫০ আর মোটরসাইকেলে থাকছে স্পোর্টি লুক। শার্প, অ্যাগ্রেসিভ স্টাইলিং দেখা যাবে এটি। এতে এলইডি ডে টাইম রানিং লাইট সংযোজন করা হয়েছে। সঙ্গে আছে ডিজিটিাল ডিসপ্লে। বাইকটিতে স্পোর্টি রাইডিং পোজিশনের জন্য থাকছে ক্লিপ-অন হ্যান্ডেলবার।

স্পোর্টস ঘরানার এই বাইকে স্লিপার ক্লাচ ব্যবহৃত হয়েছে। দ্রুত ডাউনশিফটের জন্য এই ফিচার ব্যবহার হয়েছে। সঙ্গে আছে ট্র্যাকশন কন্ট্রোল।

নিরাপত্তার জন্য বাইকটিতে ২৪০ মিলিমিটার সিঙ্গেল ডিস্ক এবং ডুয়াল চ্যানেল এবিএস আছে।