বাঙালী কণ্ঠ নিউজঃ হিসেব অনুযায়ী সময়টা মাত্র এক বছরের। এই সময়কালের মধ্যেই সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব! হ্যাঁ, শুনতে যতই অবিশ্বাস্য লাগুক এমনটাই ঘটেছে। চমকের এখানেই শেষ নয়।
তবে ‘পাত্রী’ কোনও মানুষ নয়। নেহাতই এক সফটওয়্যার! নাম গুগল অ্যাসিস্ট্যান্ট। গত বছরই তাকে লঞ্চ করেছিল গুগল। প্রায় সব মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই তার দেখা মেলে। ভারতের সাড়ে চার লাখ ইন্টারনেট ব্যবহারকারী তাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে।
গুগল হোমের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রণ জানিয়েছেন এই আশ্চর্য তথ্য। ভারতে এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান তিনি। কেবল ইংরেজি নয়, গুগল অ্যাসিস্ট্যান্ট এখন প্রশ্ন করে হিন্দিতেও।
গুগলে সার্চ করার কাজে সাহায্য করতে স্বতঃস্ফর্ত হয়ে এসে গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে ‘‘হাই, হাউ ক্যান আই হেলপ?’’ এর পরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিবাহ প্রস্তাব দিয়েছে তাকে। জানতে চেয়েছে, ‘‘ওকে গুগল, উইল ইউ ম্যারি মি?’’