রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি টানা চতুর্থবারের মতো শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানান। পাশাপাশি, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চিঠিতে মোদি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আশা-আকাঙ্খা এবং প্রবৃদ্ধির পথে সবধরণের সহযোগিতা করে যাবে।
চিঠিতে মোদি বাংলাদেশের মানুষকে উন্নতি, শান্তি এবং সমৃদ্ধি অর্জন করায় শুভেচ্ছা জানান।
এদিকে, এক্সে (পূর্বে টুইটার) প্রকাশিত এক বার্তায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন মোদি।
বার্তায় মোদি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে এবং নির্বাচনে জয়লাভ করায় তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আমি বাংলাদেশের মানুষকে বাহবা দেই এবং ভারত-বাংলাদেশের মধ্যকার চিরস্থায়ী অংশীদারিত্ব প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে নতুন মাইলফলক অর্জন করবে এমনটাই আমি প্রত্যাশা করি।