ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রামবাসীর মধ্যে জায়গা রাস্তা নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। আহতদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নের হুকুড়া গ্রামের গ্রামবাসীর জায়গা দখল করে গত ৫ জানুয়ারি একই এলাকার মৃত. মিজাজ আলী মিয়ার ছেলে রুবেল মিয়া এক্সেভেটর দিয়ে একটি রাস্তা নির্মাণ করেন। গত কয়েকদিন পূর্বে গ্রাম পঞ্চায়েত বসে ওই রাস্তা ভেঙে মাটি সরানোর জন্য নির্দেশনা দিলেও তা আমলে নেননি রুবেল।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে একপক্ষ অপর পক্ষের ওপর টেঁটা, বল্লম, ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমানসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ২৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, ‘রাস্তা নির্মাণ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রামবাসীর মধ্যে জায়গা রাস্তা নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। আহতদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নের হুকুড়া গ্রামের গ্রামবাসীর জায়গা দখল করে গত ৫ জানুয়ারি একই এলাকার মৃত. মিজাজ আলী মিয়ার ছেলে রুবেল মিয়া এক্সেভেটর দিয়ে একটি রাস্তা নির্মাণ করেন। গত কয়েকদিন পূর্বে গ্রাম পঞ্চায়েত বসে ওই রাস্তা ভেঙে মাটি সরানোর জন্য নির্দেশনা দিলেও তা আমলে নেননি রুবেল।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে একপক্ষ অপর পক্ষের ওপর টেঁটা, বল্লম, ইট পাটকেল নিক্ষেপ করে।

এ সময় শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমানসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ২৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, ‘রাস্তা নির্মাণ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’