ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজি’র হয়ে খেলতে বাঁধা নেই নেইমারের

বাঙালী কণ্ঠ নিউজঃ বার্সেলোনায় দুর্দান্ত ফর্মেই খেলেছেন নেইমার। প্রাক মৌসুম প্রস্তুতিতেও  ভালো আলো ছড়িয়েছেন তিনি। হঠাৎ  করেই গুঞ্জন ওঠে নেইমার পাড়ি জমাচ্ছেন তার নতুন ঠিকানায়। আর সেই ঠিকানার নাম হলো- প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেটা আর গুঞ্জন থাকেনি ঠিক রূপ নেয় বাস্তবে।

রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। রিলিজ ক্লজ হিসেবে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। দলবদলের ইতিহাসে যা এখন সর্বোচ্চ। নেইমারের ঠিক পরে রয়েছেন পল পগবা। ফরাসি এই মিডফিল্ডারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছিল ১০৫ মিলিয়ন ইউরো।
দল বদল হলো কিন্তু পিএসজির হয়ে মাঠে নামার ব্যাপারটা আটকে দিয়েছিল বার্সা। রেকর্ড পারিশ্রমিক বিনিময়ে ক্লাব বদল করলেও আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় মাঠে এখনও নামতে পারেননি নেইমার। বার্সা শর্ত জুড়ে দেয়, বাই আউট ক্লজের অর্থের সব পরিশোধ করলেই কিনা মাঠে নামতে পারবেন এই ব্রাজিলিয়ান।

লিগ ওয়ানের শিরোপা হাতছাড়া করা পিএসজি বিষয়টি আমলে নেয়। পরিশোধ করে দেয় শর্ত জুড়ে দেয়া অর্থ। বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়েছে পিএসজি। তাই ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না নেইমারের। রোববারই দানি আলভেজ, থিয়াগো সিলভাদের সঙ্গে খেলতে দেখা যাবে নেইমারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পিএসজি’র হয়ে খেলতে বাঁধা নেই নেইমারের

আপডেট টাইম : ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বার্সেলোনায় দুর্দান্ত ফর্মেই খেলেছেন নেইমার। প্রাক মৌসুম প্রস্তুতিতেও  ভালো আলো ছড়িয়েছেন তিনি। হঠাৎ  করেই গুঞ্জন ওঠে নেইমার পাড়ি জমাচ্ছেন তার নতুন ঠিকানায়। আর সেই ঠিকানার নাম হলো- প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেটা আর গুঞ্জন থাকেনি ঠিক রূপ নেয় বাস্তবে।

রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। রিলিজ ক্লজ হিসেবে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। দলবদলের ইতিহাসে যা এখন সর্বোচ্চ। নেইমারের ঠিক পরে রয়েছেন পল পগবা। ফরাসি এই মিডফিল্ডারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছিল ১০৫ মিলিয়ন ইউরো।
দল বদল হলো কিন্তু পিএসজির হয়ে মাঠে নামার ব্যাপারটা আটকে দিয়েছিল বার্সা। রেকর্ড পারিশ্রমিক বিনিময়ে ক্লাব বদল করলেও আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় মাঠে এখনও নামতে পারেননি নেইমার। বার্সা শর্ত জুড়ে দেয়, বাই আউট ক্লজের অর্থের সব পরিশোধ করলেই কিনা মাঠে নামতে পারবেন এই ব্রাজিলিয়ান।

লিগ ওয়ানের শিরোপা হাতছাড়া করা পিএসজি বিষয়টি আমলে নেয়। পরিশোধ করে দেয় শর্ত জুড়ে দেয়া অর্থ। বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়েছে পিএসজি। তাই ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না নেইমারের। রোববারই দানি আলভেজ, থিয়াগো সিলভাদের সঙ্গে খেলতে দেখা যাবে নেইমারকে।