বাঙালী কণ্ঠ নিউজঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি হার্দিক পাণ্ডিয়াকে তুলনা করেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে। আর অধিনায়কের সেই প্রশংসার মান রাখলেন তিনি।। ক্যান্ডিতে সিরিজের তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন অনবদ্য এক রেকর্ড।
রবিবার ৩২৯ রানে ৬ উইকেট থেকে খেলা শুরু করে ভারতীয় দল। আগের দিন ১ রানে অপরাজিত ছিলেন কিন্তু এদিন খেলা শুরু হতেই আছড়ে পড়ে পাণ্ডিয়া ‘ঝড়’। তাতেই বেসামাল শ্রীলঙ্কান বোলিং। লাঞ্চের আগেই করলেন ১০৭ রান। আর সেটাই লাঞ্চের আগে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রান।
এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লাঞ্চের আগে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল বীরেন্দ্র শেহবাগের দখলে। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট লুসিয়াতে ৯৯ রান করেছিলেন বীরু। এদিন সেই রেকর্ড ভাঙলেন পাণ্ডিয়া। তবে লাঞ্চের পরের ওভারেই আউট হন হার্দিক। ৯৬ বলে ১০৮ রানের ইনিংসে মারেন ৮টি চার ও ৭টি ছয়। ভারতের ইনিংস শেষ হয় ৪৮৭ রান। শুধু তাই নয়, পুষ্পাকুমারার একটি ওভারে ২৬ রান করেন হার্দিক।