ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ধোনিদের জয়ের দিনে বল হাতে বিবর্ণ সাকিব

বাঙালী কণ্ঠ নিউজঃ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠেও জয় পায়নি সানরাইজার্স হায়দরবাদ। সাকিব আল হাসানের দলকে এবার হারতে হয়েছে অতিথি হিসেবেও। আম্বাতি রাইডুর অপরাজিত শতকে চেন্নাই ম্যাচ জিতেছে আট উইকেটের বড় ব্যবধানে। টানা ছয় জয়ের পর হায়দরাবাদ দেখল পরাজয়ের মুখ।

প্রথমে ব্যাট করা হায়দরাবাদ স্কোরকার্ডে তুলেছিল ১৭৯ রানের সংগ্রহ। জবাবে রাইডুর ৬২ বলে সমান সাত চার আর ছয়ে ১০০ রানের হার-না-মানা ইনিংসে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় চেন্নাই। রাইডুর শতক নিয়ে এই আসরের সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল তিনে।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশন মাঠে অবশ্য বল হাতে গতকাল রোববার বিবর্ণ এক দিন কাটিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে পেয়েছিলেনই ছয় বল। তাতে এক চারে অপরাজিত আট রান করে অপেক্ষায় ছিলেন বল হাতে ভাল কিছু করার। তবে চার ওভারে ৪১ রান গুনে এদিন আর দারুণ কিছু করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

টসে হেরে এর আগে ব্যাটিং করতে হয়েছিল সাকিবদের। শুরুতেই অ্যালেক্স হেলস ফিরলেও সেই চাপ সামলে নিয়ে আবারও বড় জুটি আসে শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১২৩ রানের জুটি। ৪৯ বলে ৭৯ রান আসে ধাওয়ানের ব্যাট থেকে, ৩৯ বলে ৫১ রান করেন দলপতি উইলিয়ামসন।

Tag :
আপলোডকারীর তথ্য

ধোনিদের জয়ের দিনে বল হাতে বিবর্ণ সাকিব

আপডেট টাইম : ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠেও জয় পায়নি সানরাইজার্স হায়দরবাদ। সাকিব আল হাসানের দলকে এবার হারতে হয়েছে অতিথি হিসেবেও। আম্বাতি রাইডুর অপরাজিত শতকে চেন্নাই ম্যাচ জিতেছে আট উইকেটের বড় ব্যবধানে। টানা ছয় জয়ের পর হায়দরাবাদ দেখল পরাজয়ের মুখ।

প্রথমে ব্যাট করা হায়দরাবাদ স্কোরকার্ডে তুলেছিল ১৭৯ রানের সংগ্রহ। জবাবে রাইডুর ৬২ বলে সমান সাত চার আর ছয়ে ১০০ রানের হার-না-মানা ইনিংসে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় চেন্নাই। রাইডুর শতক নিয়ে এই আসরের সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল তিনে।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশন মাঠে অবশ্য বল হাতে গতকাল রোববার বিবর্ণ এক দিন কাটিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে পেয়েছিলেনই ছয় বল। তাতে এক চারে অপরাজিত আট রান করে অপেক্ষায় ছিলেন বল হাতে ভাল কিছু করার। তবে চার ওভারে ৪১ রান গুনে এদিন আর দারুণ কিছু করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

টসে হেরে এর আগে ব্যাটিং করতে হয়েছিল সাকিবদের। শুরুতেই অ্যালেক্স হেলস ফিরলেও সেই চাপ সামলে নিয়ে আবারও বড় জুটি আসে শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১২৩ রানের জুটি। ৪৯ বলে ৭৯ রান আসে ধাওয়ানের ব্যাট থেকে, ৩৯ বলে ৫১ রান করেন দলপতি উইলিয়ামসন।