বাঙালী কণ্ঠ নিউজঃ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে রাশিয়া বিশ্বকাপে মাঠে নামবে ব্রাজিল। ইনজুরি থেকে সুস্থ হয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। হাল্কা অনুশীলনও শুরু করেছেন। তাকে রেখে সোমবার রাতে ২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ তিতে দল ঘোষণায় কোনো চমক দেননি। প্রত্যাশামাফিক যাদের দলে সুযোগ পাওয়ার কথা ছিল তারাই আছেন।
ম্যানচেস্টার সিটির এডারসন, ডানিলো, ফার্নানদিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস দলে অটোমেটিক চয়েজ হিসেবেই আছেন। লিভারপুলের রবার্ত ফিরমিনো এবং চেলসির উইলিয়ানকেও বিশ্বকাপে দেখা যাবে। হাঁটুর চোটে পড়ে রাশিয়া বিশ্বকাপ মিস করছেন দানি আলভেজ। গত মঙ্গলবার পিএসজির হয়ে ফরাসি কাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন আলভেজ। তার পরিবর্তে দলে ঢুকেছেন ফ্যাগনার।
বিশ্বকাপের আগে ওয়ার্মআপ ম্যাচে ক্রোয়োশিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে। ২২ জুন নেইমারদের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ সার্বিয়ার বিপক্ষে ২৭ জুন। বিশ্বকাপ খেলতে ১১ জুন রাশিয়া পৌঁছাবে ব্রাজিল।
ব্রাজিলের ২৩ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, ক্যাসিও।
ডিফেন্ডার : দানিলো, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপ লুইস, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, মিরান্দা, পেদ্রো জেরোমেল।
মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নানদিনহো, পাওলিনহো, ফ্রেড, রেনাতো অগাস্তো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, ডগলাস কস্তা।
ফরোয়ার্ড : নেইমার, টাইসন, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো।