বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আমরা যারা বিএনপির রাজনীতি করছি, গত ১৫ বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি।
শনিবার সকালে সাভারের মধ্য গাজীরচট এলাকায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন বাবু আরও বলেন, গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবের পরিবারকে নগদ আর্থিক সহয়তা দিয়েছেন ডা. দেওয়ান মোহাম্মদ মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ সময় তিনি নিহতের সন্তান খন্দকার হেলাল ও খন্দকার তামজীদের লেখাপড়ার দায়িত্ব নেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
পরে গাজীরচট স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।